মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৭০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা চরভাঙ্গুড়া ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল উপজেলার বিস্তীর্ণ বিল অঞ্চল দিলপাশার, হাটউধুনিয়া, বহর, মাগুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, গতকাল উপজেলার কয়েকটি বিলে অভিযান চালিয়ে ৭০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন বিল ও নদীতে অভিযান চালিয়ে চলতি বর্ষা মৌসুমে এ পর্যন্ত ১৯০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর