মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে একমাস ধরে জমির বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজ চক্র। শুধু তাই নয় নিজের পৈতৃক জমিতে কাজ করতে গিয়ে চাঁদাবাজদের হামলার শিকার হয় জমির মালিক। উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। জমির মালিক মো. সবুজ মিয়া জানান, তিনি পিতার ওয়ারিশ সূত্রে কাঞ্চন মৌজার এসএ দাগ নং ৫২৭ ও আরএস দাগ নং-৭৬৭ দাগে সাড়ে ৫২ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘসময় ধরে ভোগদখল করে আসছিলেন। এ অবস্থায় তিনি গত মাসের ৮ তারিখ জমিতে সীমানা প্রাচীর নির্মাণকালে এলাকার চিহ্নিত চাঁদাবাজ আজহার মিয়া, অনিক, আক্তার হোসেন, মোমেন, সামসুলসহ আরও ১০-১২ জন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি নিজের জমিতে কাজ করার জন্য টাকা দিতে অস্বীকার করলে ওই চক্রের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে টাকা পরিশোধ না করে জমিতে ফের কাজ করতে এলে তাকে হত্যা করার হুমকি দেয় চাঁদাবাজরা। এরপর থেকেই ওই জমির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় সবুজ মিয়া বাদী হয়ে গতকাল রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর