শিরোনাম
বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জন্মের পরই সন্তান চুরি ফিরে পাননি ১০ বছরেও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জন্মের পরই চুরি হয়ে যাওয়া শিশুপুত্রকে ১০ বছরেও ফিরে পাননি মা। সন্তান ফিরে পাওয়ার আশায় আদালত, প্রশাসন, থানা, স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে এখন প্রায় নিঃস্ব পরিবারটি।

জানা যায়, গাবতলী উপজেলার শালকুগাড়ী গ্রামের হেলাল উদ্দিনের প্রসূতি স্ত্রী তাজমিনা ২০১৩ সালের ২৮ জুলাই বগুড়া শহরের আইভি ক্লিনিকে ভর্তি হন। সেখানে সিজারের মাধ্যমে তার যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) জন্ম হয়। তার যমজ সন্তান হবে এটা মেডিকেল চেকআপের মাধ্যমে আগেই নিশ্চিত হয়েছিলেন। অপারেশন থিয়েটারে তিনি অজ্ঞান অবস্থা থেকে কিছুটা স্বাভাবিক হলে দুই সন্তানেরই কান্নার শব্দ শুনতে পান। তার পুরোপুরি জ্ঞান ফিরলে শুধু মেয়ে সন্তানকে দেখেন। তখন তানজিমা কান্না শুরু করলে স্বজনরা বিষয়টির খোঁজ করতে থাকেন। পরে তারা জানতে পারেন গাবতলী উপজেলার আনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের স্ত্রী চায়না বেগম ডাক্তার এবং নার্সদের সঙ্গে যোগসাজশ করে টাকার বিনিময়ে তার ছেলেকে চুরি করেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে বগুড়া জজ কোর্ট নারী শিশু ট্রাইব্যুনালে ২০১৯ সালে মামলা হলে সাতজনের নামে সমন জারি হয়। আসামিরা জামিন পেয়ে তানজিমাকে ডিএনএ পরীক্ষার কথা বলে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাজমিনা দাবি করেন, তিন বছর আগে ডিএনএ রিপোর্ট পজিটিভ হওয়া সত্ত্বেও সন্তান ফেরত দেয়নি।

 

সর্বশেষ খবর