বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রকল্প অনুমোদনে আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৩ লাখ মানুষের দীর্ঘদিনের অস্তিত্ব রক্ষার দাবির পরিপ্রেক্ষিতে মেঘনা নদীর ভাঙন রোধে দাবির পরিপ্রেক্ষিতে ‘ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে একনেকের সভায় ৫৮৮ কোটি টাকার “উড়িরচর নোয়াখালী ক্রস ড্যাম বাঁধ নির্মাণ” অবশেষে প্রকল্প অনুমোদন পেয়েছে। এই ক্রস ড্যাম বাঁধকে সন্দ্বীপ চ্যানেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ চর এলাহী ইউনিয়নে এ প্রকল্প পাস হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে হাজার হাজার মানুষ। এ প্রকল্প বাস্তবায়ন হলে ২৫ হাজার একর জমি উদ্ধার হবে, পাল্টে যাবে এলাকার চিত্র। চরাঞ্চলের মেঘনা পাড়ের হাজারো নদী ভাঙা পরিবারের সদস্যরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আনন্দ মিছিল-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় তারা সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে এবং আগামীতে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের জন্য দোয়া করেন।

সর্বশেষ খবর