শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্ত্রী হত্যায় কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে কারারক্ষী স্বামীকে ফাঁসি ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক হাবিবুল্লাহ গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী খাইরুল ইসলাম। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আবদুল মান্নানের মেয়ে রুমার বিয়ে হয় কারারক্ষী খাইরুলের সঙ্গে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জ কারাগারের কোয়ার্টারে বসবাস করতে থাকেন খাইরুল। ২০২০ সালের ২২ ডিসেম্বর রাতে যৌতুকের জন্য রুমাকে মারপিট করেন তিনি। একপর্যায়ে বিষ জাতীয় কিছু খাওয়ালে রুমা গুরুতর অসুস্থ হন। ২৯ ডিসেম্বর রুমার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রুমার মা ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ৩১ জুলাই থানার তৎকালীন পরিদর্শক জয়নাল আবেদীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর