শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই কিলোমিটার রাস্তায় ভোগান্তির শেষ নেই

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

দুই কিলোমিটার রাস্তায় ভোগান্তির শেষ নেই

বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় আমডাঙ্গা-সড়াতৈল সড়ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের আমডাঙ্গা-সড়াতৈলে দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সময় পুরো সড়ক কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। তখন যানবাহন-তো দূরের কথা হাঁটাও দায় হয়ে পড়ে।  সড়াতৈল মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, স্থানীয় বাসিন্দা আল মাহমুদ, আবদুল আলীম ও বাবুল আক্তার জানান, আমডাঙ্গা-সড়াতৈল সড়কটি খুবই গুরুত্বপূূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন আমড়াঙ্গা, অলিপুর, বাদুল্লাপুর, পাঁচিলা, খাসচর ও জামালপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষ যাতায়াত করেন। বর্ষার সময় শিক্ষার্থীরা হাঁটু কাঁদা মারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। এতে প্রায়ই পড়ে গিয়ে পোশাক ও বই খাতা নষ্ট হয়। বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে হাঁটেন এ পথে। স্থানীয়দের অভিযোগ রাস্তাটি পাকা করার জন্য অনেকবার বড়হর ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, পরিষদে প্রয়োজনীয় অর্থ না থাকায় রাস্তাটির উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। চলতি বছর পাকাকরণের একটি প্রকল্প তৈরি করে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অফিসে জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বড়হর ইউনিয়ন পরিষদের দেওয়া প্রকল্প যাচাইবাছাই করে তাদের অগ্রাধিকার তালিকায় অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত এ রাস্তা পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর