শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আদিবাসী নারীর জন্য সংসদে দুটি আসন সংরক্ষণের দাবি

দিনাজপুর প্রতিনিধি

আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ ও মানবাধিকার বিষয়ে দিনাজপুরে এক সেমিনার হয়েছে। এতে আলোচকরা জাতীয় সংসদে কমপক্ষে দুটি আদিবাসী নারী সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের আদিবাসী নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। আদিবাসী নারীদের প্রতি ঘরে ও বাইরে নানা নিপীড়ন চলমান। তাদের জীবনমান উন্নয়নে সরকারকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান। দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল আদিবাসী নারী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আলোচনা হয় জেন্ডার ও আদিবাসী নারী ইস্যু, আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র, সিডো সনদ, আদিবাসী নারী নেতৃত্ব ও অ্যাডভোকেসি নিয়ে। সেমিনারে উরাও, সাঁওতাল, কড়া সম্প্রদায়ের নারীরা অংশ নেন। বাসন্তী মুর্মুর সভাপতিত্বে সেমিনারে  ফালগুনী ত্রিপুরা, মিনতি মার্ডি, শিবানী উরাও, রুনু মিঞ্জি, মানিক সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর