শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অসহনীয় লোডশেডিং পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি

গত কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে পঞ্চগড়ে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকে। এমন পরিস্থিতিতে ঘন ঘন লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, দিনে ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রাতেও একই অবস্থা। গরমে ঘুমাতে পারছেন না মানুষ। অসুস্থ ব্যক্তি, শিশু এবং বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছেন। গরমের সঙ্গে বেড়েছে মশার উপদ্রব। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ জন্য সারা দেশের মতো এই জেলায়ও লোডশেডিং বেড়েছে। পঞ্চগড় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, পঞ্চগড়ে প্রতিদিন ২৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। জাতীয় গ্রিড থেকে আমরা পাচ্ছি ১০-১৪ মেগাওয়াট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর