শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুনামগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনের ১০ জন সংবর্ধিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের ১০ গুণী ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় একাডেমির হাসন রাজা মিলনায়তনে তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মাননাপ্রাপ্তরা হলেন কুমকুম রানী চন্দ (লোকসংস্কৃতি), ইকবাল কাগজী (সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা), আপ্তাব মিয়া (কণ্ঠ সঙ্গীত), কাজলী রানী সাহা (যাত্রাশিল্প), ডা. সালেহ আহমদ আলমগীর (নাট্যকলা), সুমনকুমার দাশ (সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা), তফাজ্জল হোসেন (নাট্যকলা), রূপশ্রী রায় (কণ্ঠসংগীত), কালা মিয়া (লোকসংস্কৃতি) ও অমিয়ংশু চৌধুরী (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক)। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তৃতা করেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

সর্বশেষ খবর