শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউপি সদস্যের নামে যৌতুক মামলা

ভোটে জিতে স্ত্রীকে তালাক

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকীতে নির্বাচনে বিরোধিতা করায় ভোটে জিতে স্ত্রীকে তালাকের ঘটনায় নবনির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে দেড় বছরের শিশুকন্যাকে আটকে রাখাসহ যৌতুক মামলা হয়েছে। মামলা আমলে নিয়ে আদালত ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দিতে দুমকী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল আদালতে মামলাটি দায়ের করেন শ্রীরামপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নাসির উদ্দিন মৃধার সদ্য তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম। দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছি। আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর