শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কৃষকের বদলে গুদামে ধান দিচ্ছেন ব্যবসায়ী

শেরপুরে বোরো সংগ্রহে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ উঠেছে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। সরকারি গুদামে কৃষকের বদলে ধান দিচ্ছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। এতে মাঠ কৃষকরা সরকারের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্যও পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, খাদ্য বিভাগের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজস করে কাগজ-কলমের মারপ্যাঁচে ধান সংগ্রহের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। জানা যায়, চলতি বোরো মৌসুমে শেরপুর উপজেলায় ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ২৫ মে শুরু হয় ধান সংগ্রহ অভিযান। ২৮ আগস্ট পর্যন্ত চলবে সংগ্রহ অভিযান। এরই মধ্যে লক্ষ্যমাত্রার সিংহভাগ পূরণ হয়েছে। তবে ধান কেনা নিয়ে আছে বিস্তর অভিযোগ। সূত্র জানায়, ধান সংগ্রহ উদ্বোধন ও লটারির কোনো তথ্য জানানো হয়নি কৃষকদের। একাধিক কৃষক বলেন, এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। তারা উৎপাদিত ধানের কাক্সিক্ষত দাম পাননি। বাকিতে কৃষি উপকরণ কিনে চাষাবাদ করেছি। ধান-কাটা মাড়াইয়ের পর কম দাম হলেও বাধ্য হয়েই বিক্রি করে দিয়েছি। সরকারি গুদামে বেশি দামে ধান বিক্রি করতে পারতেন- এমন প্রশ্নের জবাবে কৃষক বলেন, আমরা তো জানিই না কবে সরকারি গুদামে ধান কেনা হবে। তাছাড়া গুদামে ধান বিক্রি করতে গেলে নিয়মের শেষ নেই। দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, সরকারিভাবে বোরো ধান বিক্রির জন্য যেসব কৃষক আবেদন করেছেন তাদের তালিকা আমরা খাদ্য বিভাগের কাছে পাঠিয়েছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ কাইয়ুম জানান, ধান কেনার জন্য প্রথমেই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেছি। তাদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে। অনিয়মের তথ্য আমার জানা নেই। এর পরও বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

 

সর্বশেষ খবর