শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আম্রপালির দাপটে কমেছে ফজলি আমের দাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে আম্রপালির দাপটে কমেছে ফজলি আমের দাম। এতে ফজলি আমচাষি ও বাগান মালিকরা পড়েছেন দুশ্চিন্তায়। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, জেলার প্রচলিত বাগানে প্রায় ১৫ শতাংশ ফজলি আমগাছ আবাদ হয়।

দেশের বৃহত্তম আমবাজার কানসাট ঘুরে দেখা যায়, গুটি জাতসহ বিক্রি হচ্ছে পাঁচ রকমের আম। বাজারে ফজলি থেকে আম্রপালির দাম বেশি। ফজলি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকা মণ দরে। আম্রপালি প্রতি মণের দাম ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। শিবগঞ্জ উপজেলার শিবনগরের আমবাগানি সিয়াম আহমেদ জানান, কানসাটে বিক্রির জন্য তিনি ৫ মণ ফজলি আম এনেছেন। বাজারে ফজলি আমের চাহিদা কমে যাওয়ায় দীর্ঘ সময় ধরেও বিক্রি হচ্ছে না। মানুষ ফজলির চেয়ে আম্রপালি বেশি পছন্দ করছেন। আম্রপালির চাহিদা বেড়ে যাওয়ায় ফজলির দাম কমে গেছে। কানসাট-শ্যামপুর এলাকার এক আম ব্যবসায়ী জানান, বাজারে ফজলি ও আম্রপালি আম এক সঙ্গে নামায় দাম কমেছে। ফলে দিন দিন ফজলি আমের চাহিদা কম থাকায় অনেক চাষি বাগান থেকে ফজলির গাছ কেটে ফেলছেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে এবার ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

সর্বশেষ খবর