রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জমি অধিগ্রহণে অনিয়ম

ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ করেছেন মালিকরা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ভূমি অধিগ্রহণ নিয়ে আতঙ্কে রয়েছেন জমি মালিকরা। অভিযোগ রয়েছে, অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে মালিকরা তাদের জমির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। মানা হচ্ছে না ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন এমন দাবি জমি মালিকদের। ভূমি মালিকরা জানান, জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জেলা প্রশাসক যৌথ তালিকা করে শ্রেণির বিষয়ে সিদ্ধান্ত নেবেন, সেভাবে দাম পাবেন মালিক। কিন্তু এখানে জমির মূল্য নির্ধারণের সময় মানা হচ্ছে না এ নিয়ম। ফলে বাজারমূল্যের শিকিভাগও পাচ্ছেন না মালিকরা। মূল্য নির্ধারণের বিষয়ে কথা বললে ভূমি আধিগ্রহণ কর্মচারীরা ভয়ভীতি দেখাচ্ছেন। বাধ্য হয়ে জমির মালিকরা দারস্থ হয়েছেন আদালতের। আর মামলা জটিলতায় থমকে যাচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্প। সাবেক পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন, সংশ্লিষ্ট প্রশাসন নিয়ম না মেনেই জমি অধিগ্রহণ করছে। সরকারের কাছে দাবি, অধিগ্রহণের নামে মেহেরপুরের ভূমি মালিকদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

মেহেরপুর বামনপাড়া মৌজার জমি মালিক আশরাফুল হক বলেন, আমার এক বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশের জমি বিক্রি হচ্ছে প্রতি শতাংশ ১২ লাখ টাকা দরে। সরকার আমার জমির মূল্য নির্ধারণ করেছে ৫৭ হাজার টাকা শতাংশ। সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্যর চেয়েও কম করে আমার জমির দাম ধরা হয়েছে। বন্দর গ্রামের গাউছুল বলেন, আমাদের তিন ভাইয়ের ১২ কাঠা জমি অধিগ্রহণ করেছে। মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, জমির মূল্য কম-বেশি করার সুযোগ আমাদের নেই। ভূমি মালিকরা জমির মূল্যের ওপর আপত্তি জানানোর জন্য যে সময় আছে তাই পাবেন। কেউ সময় না পেলে আমার কাছে অভিযোগ দিলে বিষয়টি দেখব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর