রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী

কুড়িগ্রামের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী -বাংলাদেশ প্রতিদিন

সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রতিদিন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। শনাক্তের হার জেলার জেনারেল হাসপাতালসহ নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্রমেই বাড়ছে। জেলা সিভিল সার্জন সূত্র জানায়, প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু জ্বরের নমুনা পরীক্ষা করা হয় ২৫ জনের। এর মধ্যে শনাক্ত হন তিনজন। উদ্বেগের বিষয় জেলায় ৩৯ জন রোগীর বেশিরভাগই ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরে থাকা বিভিন্ন পেশাজীবী। যারা সেখান থেকে এসে জ্বরে আক্রান্ত হচ্ছেন। চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন যারা গত এক মাসে জেলার বাইরে যাননি। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, আমরা ডেঙ্গু সচেতনতা রোধে কয়েকদিন ধরে লিফলেট বিতরণ, মাইকিং, মসজিদে জুমার নামাজের খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আতঙ্কিত হওয়ার কারণ নেই। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়ে তা তদারকি করছি।

সর্বশেষ খবর