রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

লাম্পি স্কিনে আক্রান্ত হচ্ছে গরু, আতঙ্কে খামারিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

লাম্পি স্কিনে আক্রান্ত হচ্ছে গরু, আতঙ্কে খামারিরা

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন আক্রান্ত বাছুর

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে গরু। অসুস্থ পশুর শরীরে প্রথমে ফোঁসকা পড়ে। একপর্যায়ে সেই স্থানে ক্ষতের সৃষ্টি হয়। চিকিৎসা করেও প্রতিকার না পেয়ে আতঙ্কে রয়েছেন খামারিরা। প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, আতঙ্কের কিছু নেই। খামারিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন খামারে প্রায় ৩ লাখ গবাদি পশু রয়েছে। এসব খামারি ও চাষির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে লাম্পি স্কিন রোগ। যার প্রকোপ দিন দিন বাড়ছে। খামারিরা বলছেন, অনেক এলাকা থেকে ল্যাম্পি স্কিনে আক্রান্ত গরু মারা যাওয়ায় খবর আসছে। চিকিৎসা দিয়েও প্রতিকার মিলছে না। ভাইরাসজনিত লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবে দিশাহারা খামারি ও প্রান্তিক কৃষক। তাদের দাবি, জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর উপজেলায় লাম্পি রোগে ১ হাজারের বেশি গরু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, লাম্পি স্কিন রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মারাত্মক কোনো রোগ নয়। মশা-মাছিবাহিত এ রোগে আক্রান্ত গবাদি পশুকে নিয়মিত ওষুধ খাওয়ালে কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়। এ বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভয়ের কিছু নেই।

সর্বশেষ খবর