রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৃদ্ধার দিন কাটছে অন্যের বাড়ির বারান্দায়

সন্তানের কাছে জায়গা হয়নি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বৃদ্ধার দিন কাটছে অন্যের বাড়ির বারান্দায়

হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কের এক বাড়ির বারান্দায় সাত দিন ধরে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন শাকিলা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা। শাকিলা জানান, তার বাড়ি ঢাকায়। ছেলে ও ছেলের বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাসে তুলে দিয়েছে। জানা যায়, হিলির চেকপোস্ট সড়কের টেম্পোস্ট্যান্ড মোড়ে রমজান মণ্ডলের বাড়ির বারান্দায় শাকিলা বেওয়া অবস্থান করছেন। কারও কাছে খাবার থেকে শুরু করে কিছুই গ্রহণ করছেন না। যখন ক্ষুধা লাগে তিনি নিজের টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছেন। ওই বাড়ির বাসিন্দা রবিউল ইসলাম সুইট বলেন, সাত দিন আগে হঠাৎ রাতে আমাদের বাড়ির বারান্দায় ওই মহিলাকে শুয়ে থাকতে দেখি। কোথায় যাবেন জিজ্ঞেস করলে তিনি জানান, ঢাকার বাস থেকে নেমে এখানে এসেছে। বৃদ্ধা বলেন, স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গেই ছিলাম। হঠাৎ ছেলে ও ছেলের বউ মিলে তাকে বাড়ি থেকে বের করে বাসে উঠিয়ে দিয়ে বলে যেদিক খুশি চলে যাও। কোনো দিন এই বাড়ি আসবে না। এরপর তিনি হিলিতে এসেছেন। ঢাকায় ফিরে যাওয়ার কথা বললে শাকিলা জানান, ‘আবার তো পোলায় (ছেলে) বাড়ি থেকে বাহির করে দেবে, যাইয়া কি হইবো।’ হাকিমপুরের ইউএনও অমিত রায় বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানিয়েছি। বৃদ্ধা পরিচয় জানার পর উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর