রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নওগাঁর আম্রপালিকে জিআই পণ্য ঘোষণার দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আম্রপালিকে জিআই পণ্য ঘোষণার দাবি

একসময় নওগাঁর চাষিদের ধ্যান ও জ্ঞান ছিল ধান আবাদ। এখন বরেন্দ্র এ জেলায় শুধু ধান নয়, আমও ফলে। এখানে বিভিন্ন জাতের আম চাষ হলেও সবচেয়ে বেশি হয় আম্রপালি। স্বাদে-গন্ধে অতুলনীয় নওগাঁর আম্রপালি। বিদেশেও এই আম সুনাম কুড়িয়েছে। ফলে আম্রপালিকে ব্রান্ডিং হিসেবে ঘোষণার দাবি চাষিদের। জেলার সবচেয়ে বড় আমের হাট সাপাহার। চাষিরা প্রতিদিন বাগান থেকে আম সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসেন এ বাজারে। বর্তমানে চলছে আম্রপালির ভরা মৌসুম। এ ছাড়া বারি-৪, ফজলি ও ব্যানানা ম্যাংগো জাতের আম এখানকার বাজারে পাওয়া যাচ্ছে। চাষিরা জানান, আবহাওয়া ও মাটির কারণে অন্য আমের চেয়ে নওগাঁয় আম্রপালির ফলনও হয় বেশি। সাধারণত আম গাছ এক বছর ফলন দেওয়ার পর পরের বছর ফল দেয় না। কিন্তু আম্রপালি প্রতি বছর ফলন দেয়।

সর্বশেষ খবর