রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সৈয়দপুরে মশকনিধন অভিযান জোরদার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় পৌরসভা মশকনিধন কার্যক্রম জোরদার করেছে। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শহরের ১৫টি ওয়ার্ডে চলছে মশকনিধন অভিযান। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সব কর্মী দুই শিফটে পাড়া-মহল্লায় চারটি ফকার মেশিন দিয়ে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটাচ্ছেন।

সূত্র জানায়, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী ভর্তি হন। এ খবরে পৌরসভার স্বাস্থ্য বিভাগ মশকনিধনে বিশেষ কার্যক্রম হাতে নেয়। মশকনিধন অভিযানে কোনো এলাকা যেন বাদ না যায় তা মনিটরিং করছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র রাফিকা আকতার জাহান জানান, সৈয়দপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় আগাম সতর্কতায় বিশেষ মশা নিধনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের নিয়ে মশকনিধন কাজ তদারকি করছেন।

সর্বশেষ খবর