সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সড়কের ওপর হাটবাজার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সড়কের ওপর হাটবাজার

টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর বসানো হয় সাপ্তাহিক পাঁচটি হাটবাজার। এতে দুর্ভোগের শিকার হয় পথচারীসহ শত শত যানবাহন। ঢাকা-টাঙ্গাইল ভায়া সখীপুর সড়কের তক্তারচালা, নলুয়া, কচুয়া, বড়চওনা ও কুতুবপুর এলাকায় বসে এসব হাটবাজার। দীর্ঘদিনের এ দুর্ভোগ সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে দূরপাল্লার যাত্রী ও পথচারীরা। সরেজমিন দেখা যায়, ভোর থেকে দুপুর পর্যন্ত হাটবাজার বসে ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা এলাকায়। এসব হাটে কলা, কাঁঠাল, লেবু, নাড়িকেল, ধান, চালসহ কাঁচা সবজি বিক্রি করা হয়। হাটবাজার চলাকালীন সময় সড়ক দিয়ে প্রাইভেট কার, সিএনজি, পিক-আপ, বাস, ট্রাক স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ঝুঁকি নিয়েই সড়ক পারাপার হতে হয় বিভিন্ন ক্রেতা-বিক্রতাদের। মাঝে মধ্যে ছোট খাটো দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারীদের। আবু সাঈদ মিয়া বলেন, জরুরি রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে তক্তারচালা এসে প্রায় ৩০ মিনিট জ্যামে আটকে ছিলাম। সড়কের দুই পাশে হাটবাজার বসার কারণেই এত জ্যাম সৃষ্টি হয়। বাসযাত্রীরা জানান, হাটের দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি হাটের সামনে জ্যাম সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর