সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরসন দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসন দাবি

জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকার  ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১২ টার সময় শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার ড্রেনগুলো দখল হয়ে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে তা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। বৃষ্টি হলেই ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় উপচে উঠছে। বর্ষার পানি নিষ্কাশিত না হওয়ায় তাতে মশার জন্ম হচ্ছে। বাড়ছে ডেঙ্গুর বংশ বিস্তারের শঙ্কা। জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আবদুল হামিদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর