সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অ্যাম্বুলেন্স চালক মালিক সমিতির পাঁচ দফা

ফরিদপুর প্রতিনিধি

সড়কে হয়রানিমুক্ত পথ চলতে ও অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস সরবরাহসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এ সময় বক্তব্য রাখেন অ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যাণ সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক রওশন মিয়া, সহসভাপতি কুদ্দুস মিয়া প্রমুখ। ২৫ জুলাইয়ের মধ্যে পাঁচ দফা দাবি আদায় না হলে দেশব্যাপী বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যাণ সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করেন মানববন্ধনে অংশ নেওয়া নেতারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর