শিরোনাম
সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

পাবনা প্রতিনিধি

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

অল্প বৃষ্টিতেই পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কোয়ার্টারে বসবাসকারী নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সূত্র জানায়, সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে চারটি কোয়ার্টার। সেখানে ১২ জন কর্মকর্তা ও কর্মচারীর পরিবার বসবাস করে। চলতি বর্ষা মৌসুমের শুরুতে সামান্য বৃষ্টিতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকা, বিশেষ করে কোয়ার্টারের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বসবাসকারীদের অফিসসহ প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে হাঁটুপানি মাড়িয়ে। শিশু-কিশোর বাসা থেকে বের হতে না পেরে অনেকটা গৃহবন্দি জীবনযাপন করছে। ভুক্তভোগী নার্সিং সুপারভাইজার আইরীন পারভীন বলেন, জলাবদ্ধতার কারণে অনেক কষ্ট করে অফিস করতে হচ্ছে। ছেলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। এতে তাদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মুজিব বলেন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এমন হচ্ছে। তাছাড়া কোয়ার্টারের ভবনগুলো নিচু জমিতে নির্মাণ করা হয়েছে। সে কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সুজানগর পৌর মেয়র রেজাউল হক রেজা বলেন, বিষয়টি আমার জানা নেই। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।

খোঁজ নিয়ে বিষয়টি সুরহা করা হবে।

সর্বশেষ খবর