মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংকটে রাজবাড়ীর মৎস্যজীবীরা

উৎপাদন খরচ তুলতেই হিমশিম

রাজবাড়ী প্রতিনিধি

নানা সংকটে রয়েছেন রাজবাড়ী জেলার মৎস্যজীবীরা। মাছের খাবারের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষতির মুখে পড়েছেন এখানকার মাছচাষিরা। গতকাল রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাছচাষিরা এ অভিযোগ করেন। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ‘মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতরের গৃহীত কার্যক্রম বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে’ মতবিনিময় সভায় তারা এ কথা  বলেন। আড়াবাড়িয়া গ্রামের মাছচাষি মুন্নাফ শেখ বলেন, মাছ চাষে আমাদের খরচ বেড়েছে। বিশেষ করে মাছের খাবারের দাম অনেক বেশি। তাছাড়া বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। আমাদের বিলে কোনো ভর্তুকি নেই। আমরা কোনো ব্যাংক লোনও পাই না। পদ্মাপাড়ে বসবাস করা জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইলিশের প্রজনন মৌসুম আর জাটকা সপ্তাহ উপলক্ষে নদীতে সব মাছ ধরা বন্ধ করে দেয় প্রশাসন। অথচ এই সময় নদীতে অন্য মাছ ধরার নিয়ম রয়েছে। যে কারণে পদ্মাপাড়ের জেলেরা তখন খুব কষ্টে থাকেন। জেলেরা বলেন, চায়না দুয়ারির কারণে মাছ উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। রাজবাড়ীতে অবাধে চায়না দুয়ারির ব্যবহার হচ্ছে। এগুলো বন্ধ করতে না পারলে দেশীয় মাছ ধ্বংস হয়ে যাবে। এসব বিষয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আগের সম্মেলনে বিদ্যুৎ বিলের বিষয়টি আমি তুলে ধরেছি। মাছচাষিদের সমস্যার কথা নোট করে রাখলাম। এগুলোর সমাধানে কাজ করা হবে। মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ ফকীর নুরুজ্জামান, রাজবাড়ী প্রেস ক্লাব সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর