মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বসতবাড়িতে হামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মকসুদ মিয়ার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর লুটতরাজ ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মহেশখালী ওলামা লীগের সভাপতি মওলানা নেজাম উদ্দীন হেলালী। এর আগে তিনি মহেশখালী থানা ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৮ জুলাই দুপুরে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে ও তার বড় ভাই আবু বক্করসহ সন্ত্রাসীরা বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেজাম উদ্দীনের ছেলে, মেয়ে ও পুত্রবধু। অভিযোগের প্রেক্ষিতে মকসুদ মিয়ার বড় ভাই আবু বক্কর বলেন, স্কুলের প্রয়োজনে জায়গাটি উদ্ধার করা হচ্ছে। এদিকে জমির খতিয়ানী মালিক নেজাম উদ্দীনের পিটিশনের প্রেক্ষিতে ২০ জুলাই বিরোধপূর্ণ এই জমির স্থিতিশীল অবস্থা জারি করেন আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর