মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অরক্ষিত ড্রেনে মশার উপদ্রব

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার লাকসাম পৌরসভার কিছু এলাকায় অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেড়েছে মশার উপদ্রব। এতে অনেকে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। সরেজমিন দেখা যায়, পৌরসভার অধিকাংশ পুরনো ড্রেন অরক্ষিত। ঢাকনাবিহীন এসব ড্রেনে ময়লা-আবর্জনা জমছে। এতে মশা জন্ম নিচ্ছে। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, বৈরী আবহাওয়ার কারণে মশা নিধন স্প্রে করা যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে স্প্রের পাশাপাশি ড্রেন পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বশেষ খবর