বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

উপহারের ঘর পেয়ে স্বপ্ন বুনছে ১৮৪টি পরিবার

কুতুবদিয়া প্রতিনিধি

উপহারের ঘর পেয়ে স্বপ্ন বুনছে ১৮৪টি পরিবার

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবন সংগ্রামে অসহায় ও মানবেতর দিন যাপনের ইতি টেনে নতুন জীবনের সঞ্চার হয়েছে। বছর আগে যা কল্পনাও করেনি স্বপ্নের রঙিন টিনের পাকা ঘর পাবেন। যেখানে জীবন কেটেছে অন্য বাড়িতে কিংবা মেঝেতে। আজ সেই দিন নেই। আকাশকুসুম কল্পনার বাস্তবায়ন ঘটেছে টিনের পাকা ঘরগুলোতে। নিজেদের মতো তারা সাজিয়ে নিচ্ছেন এসব ঘর। আবার কেউ কেউ নতুন বাড়িতে গরু-ছাগল, হাঁস-মুরগি, সবজি চাষ করে সুন্দর জীবনের গল্প বুনছেন উপকারভোগীরা। কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো ঘুরে এসব চিত্র চোখে পড়ে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় প্রথম পর্যায়ে ২০টি, দ্বিতীয় পর্যায়ে ১৭টি, তৃতীয় পর্যায়ে ৫৯টি এবং চতুর্থ পর্যায়ে ৮৮টিসহ মোট ১৮৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পাকা ঘর দেওয়া হয়েছে। এসব উপকারভোগীদের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এ ঘরগুলোতে রয়েছে মানসম্মত টয়লেট, জানালা, দুই কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নার ঘর, পানির ব্যবস্থা এবং সুন্দর বারান্দা। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব স্বপ্নের ঘরগুলো প্রতিবন্ধী, ভিক্ষুক ও আশ্রয়হীন মানুষগুলো পেয়েছেন। উপজেলার উপকারভোগীরা সরকারের কাছে খুশির কথা জানিয়েছেন।

রেজাউল করিম, হামিদা বেগম, কামাল উদ্দিনসহ অনেকেই বলেন, নিজেদের ঘর ছিল না। এক সময় রোদে পুড়ে, ঝড়-বৃষ্টিতে চলত জীবন যুদ্ধ। এখন তা শুধু অতীত। তারা পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। তাই এখন শুধু স্বাবলম্বী হতে ব্যস্ত রয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য আরও ১১৮টি পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। তার মধ্যে ৬৬টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ পর্যন্ত উপজেলায় চার ধাপে ১৮৪টি পরিবারের মাঝে স্বপ্নের রঙিন ঘর হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর