বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বস্তায় মিলল হাড়গোড়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মধুখালীর শিশু মুরসালিন (১১) হত্যা মামলার রহস্য জট খুলল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার সরদারপাড়া কালীমন্দিরের পাশে ২০২২ সালের ২৬ ডিসেম্বর একটি সাদা প্লাস্টিকের বস্তায় মানবদেহের মাথার খুলিসহ ৭০ পিস হাড়গোড় উদ্ধার করে পুলিশ। এরপর এ ঘটনায় মধুখালী থানার উপপরিদর্শক সৈয়দ তোফাজ্জেল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। আদালত অধিকতর তদন্তের জন্য মামলার তদন্তভার পিবিআই-এর ওপর ন্যস্ত করে। তদন্তভার পেয়ে এসআই রামপ্রসাদ ঘোষ অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড়ের ডিএনএ প্রোফাইলের সঙ্গে আশাপুর এলাকার ইতি খাতুন ও তার স্বামী আশরাফুল শেখের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠান। ‘ডিএনএ পরীক্ষায়, হাড় হতে একজন পুরুষের পূণার্ঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ আশরাফুল শেখ এবং ইতি খাতুন যুগলের নিখোঁজ সন্তান মুরসালিনের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর