বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাত চা-বাগান থেকে অবৈধ বালু তোলায় ফুঁসে উঠেছেন শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলে চা-বাগান ধ্বংস করে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। এর অংশ হিসেবে ফয়জাবাদ চা-বাগানের শ্রমিকদের আয়োজনে ‘বাগান বাঁচাও, শ্রমিক বাঁচাও’ এ স্লোগানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাতটি বাগানের শ্রমিকরা। গতকাল রশিদপুর চা-বাগানে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কামাইছড়া বালুমহাল ইজারা দিয়েছে প্রশাসন। এতে রশিদপুর চা-বাগানের ভিতরে বালু উত্তোলন করা হলে বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এর আগেও বন্যায় ওই এলাকার ৩২টি ঘর ধসে পড়ে। বালু উত্তোলন করা হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন চা-শ্রমিকরা।  হুমকির মুখে রয়েছে চা-শিল্প। তাই এসব বন্ধে এখনই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রশিদপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষা এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর