বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চাকরি মেলায় শতাধিক বেকারের কর্মসংস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি

চাকরি মেলায় শতাধিক বেকারের কর্মসংস্থান

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে শতাধিক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। টিটিসি চত্বরে গতকাল দুপুরে মেলা উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কুড়িগ্রাম আওয়ামী লীগ সভাপতি জাফর আলী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি সাইদুল আরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল খালেক ফারুক প্রমুখ। অধ্যক্ষ আইনুল হক বলেন, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সহযোগিতায় পরিচালিত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামে প্রকল্পের আওতায় চার মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ মেলায় তাৎক্ষণিক চাকরির সুযোগ পাচ্ছেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাণ আরএফএল, এবি ইঞ্জিনিয়ারিং, ইউনিক ইন্টিরিয়ার, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, বিক্রমপুর প্লাস্টিক লিমিটেড, ম্যাটাডোর গ্রুপ, পারটেক্স গ্রুপ। প্রসঙ্গত সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স, ওয়েল্ডিং ও কনজুমার ইলেকট্রনিক্স ট্রেডে ৫০০ প্রশিক্ষণার্থীর মধ্যে আগে দুই শতাধিক প্রশিক্ষণার্থী চাকরি পেয়েছেন।

সর্বশেষ খবর