বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর প্রতিনিধি

ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীরা চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সৈয়দপুর জেলা শাখার ব্যানারে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন বিকালে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন আইডিবির প্রকৌশলীরা। সমাবেশে সভাপতিত্ব করেন আইডডিবির সৈয়দপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবার রহমান, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরিতে প্রবেশকালে স্পেশাল ইনক্রিমেন্ট ও পঞ্চাশ ভাগ পদোন্নতি প্রদান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনসহ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে সভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের  ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর