বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান শুরু

পঞ্চগড় প্রতিনিধি

অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এরই মধ্যে গত দুই দিনে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। ডেঙ্গু যাতে বিস্তার লাভ করতে না পারে এজন্য নানামুখি উদ্যোগ নিয়েছে পঞ্চগড় পুলিশ। কর্মসূচির আওতায় গতকাল পঞ্চগড় পুলিশ লাইনসহ বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এর কার্যক্রম উদ্বোধন করেন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ১১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দেবীগঞ্জে সাত, বোদায় দুই, সদর উপজেলায় এক এবং তেঁতুলিয়ায় একজন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনও নানা উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী জানান, অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও ডেঙ্গু বাড়ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সবাইকে নিজের আঙিনা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সর্বশেষ খবর