বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হিলিতে পোনা মাছ অবমুক্ত

হিলি প্রতিনিধি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন স্থান ঘুরে আবারও একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। পরে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন। সেই সঙ্গে পুষ্টির চাহিদা মেটাতে মাছ চাষে চাষিদের আগ্রহী করে তুলতে মৎস্য দফতরের পক্ষ থেকে সহযোগিতার কথা জানানো হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পারুল নাহার, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার আলী, মৎস্য কর্মকর্তা শাহজাহান মিয়াসহ অনেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর