বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

খামার শ্রমিকদের ১৩ দফা

দিনাজপুর প্রতিনিধি

খামার শ্রমিকদের ১৩ দফা

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট শ্রমিক কল্যাণের শ্রমিকরা দৈনিক মজুরি ১ হাজার টাকা ও ইনস্টিটিউটে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ১০ দিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরে ১৩ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেন খামার শ্রমিকরা। বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নয়নে কৃষিশ্রমিকরা দিনরাত পরিশ্রম করেন অথচ তারা দুই বেলা পেট ভরে খেতে পারেন না। পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারেন না। সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারেন না। বর্তমান যুগে ৫০০ টাকা মজুরি দিয়ে কিছুই হয় না। আমাদের প্রাণের দাবি কৃষিশ্রমিকদের দৈনিক মজুরি ১ হাজার টাকা করতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা। সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর