শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাগরে গিয়ে দুর্যোগের মুখে হাজার হাজার জেলে

বাগেরহাট প্রতিনিধি

সাগরে গিয়ে দুর্যোগের মুখে হাজার হাজার জেলে

বাগেরহাটের শরণখোলার খালে নোঙর করা ফিশিং ট্রলার

নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগের মুখে পড়েছেন জেলেরা। বৈরী আবহাওয়ায় গত সোমবার রাত থেকে সাগরে ঝোড়ো বাতাস বইছে। চার দিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে উপকূলে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২৩ জুলাই রাত থেকে ফিশিং ট্রলারের ইলিশ ধরতে সাগরে ছুটতে শুরু করেন বাগেরহাট জেলার ১৩ হাজার জেলে। চার দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সাগরে ইলিশ আহরণে নামতে পারেনি কোনো ট্রলার। সাগর অশান্ত থাকায় বাগেরহাটের শরণখোলা ও উপকূলের শত শত ট্রলারের হাজার হাজার জেলে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক ট্রলার ফিরে এসেছে নিজ নিজ এলাকায়। কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগর কিনারার অগভীর সমুদ্র এবং নিরাপদ দূরত্বে থেকে মাছ ধরছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী নেতা ও মহাজনরা। একই অবস্থা উপকূলের অন্য জেলাগুলোতেও। শরণখোলার সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, ৬৫ দিন পর লাখ লাখ টাকা খরচ করে সাগরে ট্রলার পাঠিয়েও জাল ফেলা সম্ভব হয়নি। বর্তমানে সাগর খুবই অশান্ত। কোনো ট্রলারই গভীর সাগরে যেতে পারেনি। কিছু ট্রলার জাল ফেলতে না পেরে শরণখোলার ঘাটে ফিরে এসেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাহাবুব হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গভীর সাগরে জেলেরা যেতে পারছেন না। পাসধারী কোনো ট্রলার বা জেলে সুন্দরবনে আশ্রয় নিলে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর