শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সড়কে গর্ত, বৃষ্টি হলেই জমে পানি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার পালপাড়া-চশই কাঁচা রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহালদশা। বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় গর্তে জমে পানি। তখন সড়কটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের মানুষ চলাচল ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াত করে। উপজেলার প্রশাসন থেকে কয়েকবার রাস্তাটি পাকা করার জন্য মাপজোক হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি এখনো। ফলে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলছে।

স্থানীয় শিক্ষক আবদুল আলিম বলেন, রাস্তাটি খারাপ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আফছার হোসেন খন্দকার বলেন, ইতোমধ্যে রাস্তাটির প্রাক্কলন তৈরি হয়েছে।

সর্বশেষ খবর