শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এমপিওভুক্তির এক বছরেও জোটেনি বেতন-ভাতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এমপিওভুক্তির এক বছরেও বেতন-ভাতা পাননি চুয়াডাঙ্গার বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা। নিয়মের ফাঁদে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বেতন-ভাতার জন্য আবেদনই করতে পারেনি। কবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন, ভাতার সরকারি অংশ পাবেন তা-ও কেউ বলতে পারছেন না। ফলে অনেকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাইয়ে কালক্ষেপণ ও গাফিলতিকে দায়ী করছেন অনেক প্রতিষ্ঠান প্রধান। সদর উপজেলার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক এবং দামুড়হুদার তালসারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বেতন-ভাতার জন্য মাধ্যমিক পর্যায়ে আবেদন করি। কিন্তু আমাদের সবার ফাইল রিজেক্ট হয়েছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আমরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েক মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা হয়তো চালু হয়ে যাবে।’

সর্বশেষ খবর