শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে তিন বছরে ৮০ খুন ধর্ষণ ৩০০

ঠাকুরগাঁও প্রতিনিধি

দিন দিন খারাপ হচ্ছে ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলার সর্বস্তরের মানুষ। নিত্য ঘটছে হত্যা, ধর্ষণ, ছিনতাই, চুরিসহ নানা অপরাধ। পুলিশের দাবি, জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে। সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে মাদক বিক্রি। তুচ্ছ ঘটনায় হচ্ছে খুন-জখম। চুরি, ছিনতাই, নাশকতা ঘটছে অহরহ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ জেলাবাসী। জেলা পুলিশ অধিদফতরের তথ্যমতে, তিন বছরে ঠাকুরগাঁওয়ে ৩০০টি ধর্ষণ মামলা, ৮০টি হত্যা, মাদক মামলা-৭০৫টি এবং চুরি মামলা হয়েছে ২৮৯টি। প্রশাসনের হিসাবের বাইরেও রয়েছে বহু অপরাধ। অনেকে সম্মানের কথা ভেবে জড়ান না ধর্ষণ মামলায়। হত্যাকে অনেক সময় ক্ষমতার বলে চলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা বলে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা সব হত্যা, মাদক, চুরি মামলার কারণ অনুসন্ধান করে আসামিদের আটক করেছি। এর পরও আদালতে আইনের ফাকফোকর দিয়ে বেরিয়ে আসছেন অনেকে।

সর্বশেষ খবর