শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তে অনুপ্রবেশের দায়ে গত বৃহস্পতিবার রাতে এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। আটক সদস্যের নাম শ্রী সনু কুমার জেটপ। আটকের ৪ ঘণ্টা পর ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সনু কুমারকে আটক করেন স্থানীয়রা। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ক্যাম্পের সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। এ সময় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে বিএসএফ সদস্যকে তাদের হাতে তুলে দেন। এ সময় তিনি অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ব্যাপারে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ খবর