শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ময়লার দুর্গন্ধে সড়কে চলা দায়

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ময়লার দুর্গন্ধে সড়কে চলা দায়

কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পথচারীরা পোহাচ্ছেন দুর্ভোগ। ময়লায় ভাগাড় মহাসড়কের পাশ থেকে অপসারণের মাধ্যমে শিগগিরই কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, কাঁচপুর বিসিক শিল্পনগরী সামনে রয়েছে ওমর আলী হাইস্কুল। এ সড়ক দিয়ে শিক্ষার্থীরা নাকমুখে কাপড় চেপে স্কুলে আসা-যাওয়া করছে। কাঁচপুর বিসিক এলাকার মনির হোসেন বলেন, প্রতিদিন বিসিক শিল্পনগরী ও আবাসিক এলাকার ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। দিন দিন ময়লা-আবর্জনা ফেলায় পাহাড় সমান স্তূপ হচ্ছে। মহাসড়কের পাশের ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করে পরিবেশ সুরক্ষার দাবি জানাই। কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, ইউনিয়নের ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত কোনো জায়গা বা ডাম্পিং স্টেশন নেই। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে কয়েকবার ব্যবস্থা করার জন্য জানানো হয়েছে। সোনারগাঁ উপজেলা হাসপাতলের চিকিৎসক মাহাবুব আলম বলেন, ময়লা-আবর্জনা থেকে মশার বংশ বিস্তারের আশঙ্কা রয়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল ইসলাম বলেন, মহাসড়কের পাশে যেন ময়লা ফেলতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) শাহানা ফেরদৌস বলেন, বেশ কয়েকবার এক্সকাভেটর (ভেকু) দিয়ে ময়লা অপসারণ করা হয়েছে। কিন্তু আবার ময়লা-আবর্জনা ফেলে ভাগাড় বানিয়ে ফেলা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ময়লা ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে শিগগির কঠোর ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর