সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গলা কেটে হত্যায় গ্রেফতার-৪

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার (৬০) নামে এক কৃষককে ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে আপন ছোট ভাই। এ ঘটনায় এইচএম সবুরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্দি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। গতকাল পুলিশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই এইচএম সবুরের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। পরে ধারালো ছুরি দিয়ে কবিরকে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতে এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে সবুরসহ ৪জনকে আসামি করে কালকিনি থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল ভোরে প্রধান আসামি এইচএম সবুর, সহযোগী অসামি আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও লিপি বেগমকে বিভিন্ন স্থান থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন। নিহতের ছেলে ফরিদ হাওলাদার বলেন, আমার বাবার হত্যাকারী সবুরসহ সবার ফাঁসি চাই। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর তার আপন ভাই কবিরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে  প্রেরণ করেছি। আমরা দ্রুত অভিযান পরিচালনা করে মূল হোতা সবুরসহ ৪ জনকে গ্রেফতার করতে  পেরেছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর