সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শ্যামপুর চিনিকল চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। গতকাল সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘদিন পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুরের একমাত্র প্রাচীন শিল্পপ্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালু করার ঘোষণা দেবেন তিনি। এদিকে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিকেও স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,           শ্যামপুর চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগরসহ অন্য নেতারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর