মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বীমা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বীমা কোম্পানির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে  জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির সাবেক ডিএডি তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। সম্মেলনের আয়োজক সাবেক কর্মকর্তা সম্মা বেগম আফিন্দী, জাহানারা বেগম ও রহিমা বেগম। লিখিত বক্তব্যে তারা বলেন, ২০১৫ সালে আমরা ৪০ জন নারী কর্মী একসঙ্গে বিমা কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ পাই। নিয়োগের সময় কোম্পানির ডিএডি তৌহিদ হোসেন বাবু তাদের থেকে স্বাক্ষর সংবলিত খালি স্ট্যাম্প ও ব্লাঙ্ক চেক জমা রাখেন। পরে তাদের মাধ্যমে ২ হাজার গ্রাহকের প্রিমিয়ামের প্রায় সাড়ে ৩ কোটি টাকা ভুয়া রশিদ দিয়ে আত্মসাৎ করেন।

পরে বাবু কোম্পানি ছেড়ে দিলে গ্রাহকদের চাপে ঘরছাড়া হন ওই ৪০ নারীকর্মী। পরে বাবুর কাছ থেকে গ্রাহকদের টাকা উদ্ধারে উদ্যোগ নিলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তার কাছে জমা ব্লাঙ্ক চেক দিয়ে মামলা করে হয়রানি করছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে তৌহিদ হোসেন বাবুর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

সর্বশেষ খবর