মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল সকালে শহীদ টিটু মিলনায়তন চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ বগুড়া এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ।

উদ্বোধন শেষে শহীদ টিটু মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ বলেন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহী হতে হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সাল নাগাদ দেশের এই বনভূমি এলাকা বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরমান আলী প্রমুখ। উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরাসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক ও ছাত্রছাত্রীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সামাজিক বন বিভাগের কর্মকর্তারা জানান, ৭দিনব্যাপি এই বৃক্ষমেলায় মোট ৩৮টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে ফলজ, বনজ ও ঐষধি গাছসহ রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে।

সর্বশেষ খবর