বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

করতোয়ার নাব্য ফেরাতে সংস্কার শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করতোয়ার নাব্য ফেরাতে সংস্কার শুরু

বগুড়ায় করতোয়া নদীতে নাব্য ফেরাতে ১২৩ কিলোমিটারজুড়ে সংস্কার ও খননকাজ শিগগিরই শুরু করা হচ্ছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বগুড়াবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন করছেন শেখ হাসিনা সরকার। প্রাথমিক পর্যায়ে বগুড়া শহর অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ৫০ কোটি টাকা ব্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শুরু করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উল্লিখিত বাণী বাস্তবায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ডেঙ্গু, লাম্পি স্কিন ডিজিজসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে বগুড়ায় করতোয়া নদী পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সরকারি দফতরের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১০টায় শহরের এসপি ব্রিজ এলাকায় জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম প্রমুখ।

, বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, বগুড়ার করতোয়া নদীকে দৃষ্টিনন্দন করতে ও নাব্য ফেরাতে আমরা ৩ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করেছি। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকা ব্যয়ে বগুড়া শহরের ১৩ কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। আগামীতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খুলশীঘাট থেকে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর পর্যন্ত ১২৩ কিলোমিটার করতোয়া নদী খনন ও দৃষ্টিনন্দন করা হবে। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এ প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী। সেই কারণে বগুড়াকে গ্রিন সিটি ঘোষণা করা হয়েছে। এই গ্রিন সিটির প্রথম ধাপটি হলো করতোয়া নদীকে বাঁচিয়ে নদীকে দৃষ্টিনন্দন করা। যত্রতত্র গাড়ি পার্কিং সরিয়ে শহরকে যানজটমুক্ত করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বেশ কিছু মেগা প্রকল্পের ঘোষণা দিয়েছেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বগুড়া হবে গ্রিন সিটি। সে বিষয়গুলো নিয়েই জেলা প্রশাসন কাজ করছে।

সর্বশেষ খবর