বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেতুর কারণে ভোগান্তিতে ছয় গ্রামের মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে প্রবহমান একটি খাল যেটি সরাসরিভাবে যুক্ত হয়েছে সুবিশাল যমুনা নদীর সঙ্গে। শুষ্ক মৌসুমে খালের পানি কম থাকলেও বর্ষায় বেড়ে যায় কয়েকগুণ। আর এই খালের ওপর চলাচলের জন্য নির্দিষ্ট কোনো সেতু না থাকায় ২০১৮ সালে এলাকাবাসীর শ্রম ও নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছিল একটি কাঠের সাঁকো। সাঁকো দিয়ে প্রায় ৪ বছর ধরে চলাচল করে আসছিল সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল, খোলাবাড়ি, পোড়াবাড়ি, মদনাবাড়ি, ভেন্নাবাড়ি, রূপেরবেড় গ্রামের সর্বস্তরের জনসাধারণ। বর্তমানে সাঁকোটির বেহাল অবস্থা হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ছয় গ্রামের প্রায় ১০ হাজার মানুষের। স্থানীয়রা জানান, চলাচলের জন্য নির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে শিশুদের স্কুলে যাওয়া-আসা করতে হয় এই সাঁকো দিয়ে। এ ছাড়াও কৃষকদের জমি থেকে ফসল নিয়ে আসতে বেগ পেতে হয়। প্রায়ই সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হচ্ছে অনেকে। ঝুঁকিপূর্ণ এই সাঁকো পার হতে গিয়ে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অচিরেই যেন খালের ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করা হয় এমন দাবি স্থানীয়দের। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া জানান, সাঁকোটির অবস্থা বর্তমান খুবই ভয়াবহ।

স্থানীয়রা বিষয়টি আমাকে অবগত করলে ছয় মাস আগে উপজেলা চেয়ারম্যানের কাছে সেতু নির্মাণের জন্য একটি আবেদন করা হয়। পরে আশ্বস্ত করা হয়েছিল এই খালের ওপর দিয়ে সেতু নির্মাণ করে দেওয়া হবে।

সর্বশেষ খবর