বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এমপিওভুক্তির এক বছরেও জোটেনি বেতন-ভাতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এমপিওভুক্তির এক বছরেও বেতন-ভাতা পাননি চুয়াডাঙ্গার বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বেতন-ভাতার জন্য আবেদনই করতে পারেনি। কবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন, ভাতার সরকারি অংশ পাবেন তা-ও কেউ বলতে পারছেন না। ফলে অনেকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাইয়ে কালক্ষেপণ ও গাফিলতিকে দায়ী করছেন অনেক প্রতিষ্ঠান প্রধান। জানা যায়, গত বছরের ৬ জুলাই সারা দেশে ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। এর মধ্যে ছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

এমপিওভুক্তির আদেশের পর মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন-ভাতার জন্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দফতরে আবেদন করে এবং কিছুদিনের মধ্যেই বেতন-ভাতার সরকারি অংশ পাওয়া শুরু করে। কিন্তু স্কুল ও কলেজের জন্য গত বছরের ৩০ অক্টোবর উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে যাচাই-বাছাই কমিটি গঠন করে আলাদা পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা জানান, পরিপত্র অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ের কমিটির কাছে ধরনা দিয়ে প্রত্যয়নপত্র নিতে হয়। এ অবস্থায় জুনের ১-৮ তারিখ পর্যন্ত বেতন-ভাতার জন্য অনলাইনে আবেদন করে। অধিকাংশ আবেদনই বিভিন্ন ত্রুটি দেখিয়ে বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাদের আবেদন সঠিক বলে গ্রহণ করা হয়েছে তাদের বেতন-ভাতা পেতে আরও কয়েক মাস লেগে যাবে। আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার ২৪ বছর পর গত বছর জেলার আরও ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। জুনে আমরা বেতন-ভাতার জন্য আবেদন করি। ১৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র চারজনের আবেদন ফাইল সঠিক বলে গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বাকি ১৩ জনকে পুনরায় আবেদন করতে হবে। সদর উপজেলার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক এবং দামুড়হুদার তালসারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বেতন-ভাতার জন্য মাধ্যমিক পর্যায়ে আবেদন করি। কিন্তু আমাদের সবার ফাইল রিজেক্ট হয়েছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আমরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েক মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা হয়তো চালু হয়ে যাবে।’

সর্বশেষ খবর