বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পৌরসভা চালু করল মহিলা বাস সার্ভিস

ফেনী প্রতিনিধি

ফেনী শহরে চলাচলরত নারীদের যাতায়াতের সুবিধার্থে চালু হয়েছে পৌর মহিলা বাস সার্ভিস। সম্প্রতি ফেনী পৌরসভা চত্বরে পৌর মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন ফেনী সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহারসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে টাউন সার্ভিস বাস না থাকলেও ফেনী শহরে টাউন সার্ভিস বাসের পর নতুন করে যুক্ত হয়েছে পৌর মহিলা বাস সার্ভিস। এতে শহরের নারীদের সেবায় উন্মুক্ত হলো নতুন সেবার দ্বার। পৌর মহিলা বাস সার্ভিসে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন।

কোনো পুরুষ এ সেবা গ্রহণ করতে পারবে না। ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকেও ফেনী শহরে আসেন অনেক নারী। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী-শিক্ষিকা, অফিসগামী নারীসহ চিকিৎসা নিতে এবং মার্কেটিং করতে দৈনিন্দন হাজারখানেক নারীকে ফেনী শহরে আসতে হয়। শহরে চলাচলের জন্য নারীদের জন্য এমন সার্ভিস চালু হওয়াতে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রিন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরে নেই। ফলে শহরে নারী-পুরুষকে একসঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই এসব পরিবহনে চলাচল করতে হয়। মেয়র বলেন, চেষ্টা ছিল বাসের চালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো মহিলা চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে পৌর মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। এদিকে মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফেনীর এমপি নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। বাংলাদেশের কোনো জেলায় এমন সার্ভিস নেই। এ সেবার কারণে আমাদের নারীরা বিভিন্ন ধরনের হয়রানি থেকে অবসান পাবে।

সর্বশেষ খবর