বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুমকীতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না ডেঙ্গু আক্রান্তরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এনএস-১ কীট ও আইভি স্যালাইন সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে ভর্তি একাধিক ডেঙ্গু রোগী অভিযোগ করেন, বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে চড়ামূল্যে রোগ নির্ণয় করতে হচ্ছে তাদের। এ ছাড়া আইভি স্যালাইনও ফার্মেসি থেকে কিনে ব্যবহার করতে হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ পাপরি সুতার বলেন, ডেঙ্গু রোগীর জন্য চার ধরনের স্যালাইন প্রয়োজন। এর মধ্যে হার্টম্যান সলিইশন, নরমাল স্যালাইন, ডিএনএস ও ডিএ স্যালাইনের সরবরাহ খুবই কম। বুধবার (আজ) দেওয়ার মতো স্যালাইন হাতে নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর