বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

স্কুলমাঠে নির্মাণসামগ্রী বন্ধ খেলাধুলা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে বিদ্যালয় মাঠে সড়ক নির্মাণ কাজের ইটের খোয়া রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। উপজেলার কালমেঘা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা হয়েছে এ নির্মাণসামগ্রী। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাকরা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনশেড ভবন ঘেঁষে এবং মাঠের পশ্চিম পাশে বালুমিশ্রিত ইট-খোয়ার বিশাল স্তূপ। মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে এসব রাখা।  একাধিক অভিভাবক জানান, কখন কার বাচ্চা ইটের খোয়ার ওপরে উঠে আর দুর্ঘটনা ঘটে এ নিয়ে আতঙ্কে থাকি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘তিন-চার দিনের মধ্যে সব খোয়া সরিয়ে নেবেন ঠিকাদার।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফিউল করিম বলেন, ‘এভাবে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করার সুযোগ নেই। ১৫ দিনের মধ্যে সব খোয়া সরাতে হবে।’

সর্বশেষ খবর