বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বালুর বেড অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় ওয়াপদা বেড়িবাঁধের ভিতরে বিশাল এলাকায় ‘বালুর বেড’ তৈরি করে পাইপ দিয়ে বালু ভরাট করা হচ্ছে। এ বালু পরে বিক্রি করা হয়। এর প্রতিবাদে গতকাল খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া আটলিয়া বরাতিয়াবাসী মানববন্ধন করেন।  বক্তারা বলেন, কার্গো থেকে বালু নামানোর জন্য পাইপের সাহায্যে পানি ও বালু একসঙ্গে বেডে এসে পড়ে। এ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর